• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটির পরিচিতি সভা

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৭, ১৭:২৫ | আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন  আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা কমিটির সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, শামছুল হক মন্টু, আবুল খায়ের পাটোয়ারী, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান প্রমুখ।

এ ছাড়া কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের আরো বেশ কয়েকজন সদস্য নতুন কমিটিকে স্বাগত জানিয়ে তাদের মত তুলে ধরেন।

প্রধান অতিথি ডা. দীপু মনি এমপি বলেন, 'চাঁদপুরে আওয়ামী লীগ যে ঐক্যবদ্ধ এই সভায় তা প্রমাণ হয়েছে। ' তিনি বলেন, 'সামনে আমাদের হাতে সময় তেমন নেই। তাই সরকারের উন্নয়ন সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতীকে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত হবে। ' 

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি জেলা স্টেডিয়ামে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পৌনে দুই বছর পর গত মাসের শেষের দিকে পূর্ণাঙ্গ কমিটি জনসমক্ষে প্রকাশিত হয়। এতে ৭৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ২১ সদস্যের উপদেষ্টা পরিষদের নাম রয়েছে।

নতুন কমিটির পরিচিতি সভায় উভয় কমিটির প্রায় সব সদস্য উপস্থিত থাকলেও চাঁদপুর ১ আসনের এমপি ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর ২ আসনের এমপি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং চাঁদপুর ৫ আসনের এমপি মেজর (অব.) রফিকুল ইসলাম ছিলেন না। সূত্রঃ কালের কণ্ঠ