হরতালে বরিশালে ৩ শিবির কর্মী আটক
জামায়াতে ইসলামীর ডাকা হরতালে পিকেটিং করার চেষ্টার সময় বরিশালে তিন জনকে আটক করা হয়েছে; যারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী বলে জানিয়েছে পুলিশ। বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই মো. শামিম জানান, বৃহস্পতিবার ভোরে নগরীর রূপাতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নগরীর ইসলামিয়া কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র মোস্তাফিজুর রহমান, আলেকান্দা কলেজের একাদশ শ্রেণির ছাত্র শাকিল বেপারী ও ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মনিমুল ইসলাম।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর বর্তমান আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার এবং সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ আটজনকে সোমবার গ্রেপ্তারের পর মঙ্গলবার পাঁচদিনের দিনের রিমান্ডে পাঠানো হয়। এর প্রতিবাদে দলটি সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
এসআই শামিম বলেন, জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ভোরে জামায়াত-শিবিরের ১৫/২০ নেতাকর্মী নগরীর রূপাতলী এলাকায় একত্র হয়। তাদের উদ্দেশ্য ছিলো হরতালের সমর্থনে পিকেটিং করা।
খবর পেয়ে পুলিশ গিয়ে পুলিশ তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ তিন জনকে আটক করে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।