• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১৩:১০
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোড়ারগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দিদারুল আলম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৭ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত দিদার জোরারগঞ্জ এলাকার মাহবুব আলমের ছেলে। 

মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ ফেনসিডিল আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জোড়ারগঞ্জ দুর্গাপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি চালায় র‌্যাব। এ সময় দুটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দিলে সামনে থাকা মাইক্রোবাস থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র‌্যাব পাল্টা ‍গুলি ছুড়লে দিদার গুলিবিদ্ধ হয়ে মারা যান।

তিনি আরো জানান, গোলাগুলির সময় প্রথম মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে পেছনে থাকা মাইক্রোবাসে উঠে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ওই মাইক্রোবাস থেকে হাতে বিদেশি পিস্তলসহ দিদারের মরদেহ উদ্ধার এবং গাড়িতে তল্লাশি করে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সর্বাধিক পঠিত