• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ওষুধ কারখানার তরল খাবার খেয়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১০:৩৯ | আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১২:২০
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট

\রাজশাহী নগরীর  সপুরা বিসিক শিল্প এলাকায় অবস্থিত টিম  একটি ওষুধ কম্পানীর দেওয়া তরল খাবার খেয়ে কর্মরত দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতোলে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। এছাড়াও একই খাবার খেয়ে আরো আট শ্রমিক রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তারা হলেন, গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর ডাইংপাড়া গ্রামের তফিজুলের ছেলে বকুল (৩৬) ও একই গ্রামের ইউসুফের ছেলে তৌহিদুল (২৩)।

অসুস্থতরা জানান, রাজশাহীর সপুরা বিসিক শিল্প এলাকার টিম ফার্মা নামের একটি ওষুধ কারাখানায় মঙ্গলবার দিবাগত রাতে তাদের ওই তরল খাবার দেওয়া দেওয়া হয়। সেই খাবার রুটির সাথে খেলে কারখানায় কর্মরত গোদাগাড়ী ১০ জন শ্রমিক অসুস্থ বোধ করে। তবে বাড়িতে গিয়ে তাদের অবস্থার অবনতি হতে থাকে। 

শেষ পর্যন্ত বৃহস্পতিবার দিবাগত রাতে অসুস্থ ওই শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভোরে দুইজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অপর শ্রমিকরা হলেন, গোদাগাড়ী উপজেলার জামিল উদ্দিন, পারভেজ হোসেন, খানজাহান, মিনরুল , টুলু, মোশাররফ হোসেন, দুলাল হোসেন এবং অয়েন। এদের মধ্যে টুলুর অবস্থা আশঙ্কা জনক বলে জানযায়।

গোদাগাড়ী থানার ওসি হিফজুর আলম মুন্সি বলেন, দুইজনের মৃত্যু সংবাদ পেয়ে কাকনহাট তদন্দ্র কেন্দ্রের ইনচার্জ রেজাউল ইসলাম নিহতদের বাড়ী গিয়ে তদন্ত করছে। ওই ঘটনায় আরো কয়েকজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।                        
                                                         

সর্বাধিক পঠিত