• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘প্রধান বিচারপতি নাবালক নন, খালেদা জিয়াও ধোয়া তুলসী পাতা নন’

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ২২:১৪ | আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ২৩:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধান বিচারপতি নাবালক নন, তিনি স্বাধীনভাবে রায় দেন, স্বেচ্ছায় ছুটিতে যান। তিনি নির্বাহী বিভাগের অধীন নন, সাংবিধানিক পদের অধিকারী এবং তার ওপর কোনো জবরদস্তি চলে না। অপরদিকে খালেদা জিয়া মহারাণী বা ধোয়া তুলসী পাতা নন, যে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। 

বুধবার রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া নিজেই নিজের অপরাধে ফেঁসে গেছেন। আদালতের রায় সবার জন্যই প্রযোজ্য। যারা তা মানতে অপারগ তারা গণতন্ত্রে বিশ্বাসী নন। প্রধান বিচারপতির ওপর জোর খাটানো হচ্ছে, এমন উক্তি তার জন্য অপমানজনক। আদালতের সম্মান বজায় রাখা সকলেরই দায়িত্ব। 

এসময় সিটি কর্পোরেশনের সকল খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র অবৈধ দখলমুক্ত করা ও পৌরকর বৃদ্ধি না করার জন্য জাসদের এ মানববন্ধনে নেতাদের মধ্যে আরও বক্তব্য রাখেন মীর হোসাইন আখতার, মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, শওকত রায়হান, সোহেল আহমেদ প্রমুখ। 

সর্বাধিক পঠিত