• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মুন্সীগঞ্জে বাস খাদে, নিহত ৩

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১৭:৪৬ | আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৭:৫৯
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানের ধানিয়াপাড়া এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। বুধবার বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দুর্ঘটনা কবলিত বাসটিকে ফায়ার সার্ভিসের কর্মীরা রেকারের মাধ্যমে উঠাতে সক্ষম হলেও আর কোনো মরদেহ পাওয়া যায়নি।

নিহতরা হলেন, সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামের বাসচালক স্বপন (৩৫), টেঙ্গুরিয়াপাড়ার সালমা (৩৫) ও ধানিয়াপাড়া গ্রামের গীতা পাল (৬০)।

পুলিশ জানায়, এসএস পরিবহনের একটি বাস ঢাকার গুলিস্থান থেকে যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর কালিবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি বিকেল সোয়া ৩ টার দিকে সিরাজদিখানের ধানিয়াপাড়া এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী একটি পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় বাস থেকে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

সর্বাধিক পঠিত