• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সুপ্রিম কোর্ট প্রশাসনে রদবদল আসছে

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১৬:৪৪ | আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৬:৪৭
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
প্রিন্ট
সুপ্রিম কোর্ট প্রশাসনে শিগগিরই রদবদল করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বুধবার বেলা ৩টার দিকে সুপ্রিম কোর্টে এ বৈঠক শুরু হয়।
 
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগে গেজেট বৃহস্পতিবার প্রকাশ করা হতে পারে। একই সঙ্গে নিম্ন আদালতের বিচারকের শৃঙ্খলা বিধি প্রণয়ন করার আশ্বাস প্রদান করেন মন্ত্রী।
 
আইনমন্ত্রী বলেন, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে আইন মন্ত্রণালয় সেতুবন্ধন হিসেবে কাজ করে। এর আগেও দুইজন প্রধান বিচারপতি দায়িত্বে ছিলেন আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করে এ কথাই বলেছিলাম।