• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিএনপি নেতা-নেত্রীদের নাশকতার ১৯ মামলা স্থগিত

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১৫:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা ১৯টি নাশকতার মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. মিফতাহ উদ্দীন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রুলে মামলাগুলো কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়েছেন আদালত।

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামলাগুলোর মধ্যে রয়েছে সেলিমা রহমানের বিরুদ্ধে ১২টি, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে ১টি, আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ২টি ও হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে ৪টি।   


ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির বলেন, আসামিপক্ষের আবেদনের শুনানি নিয়ে মামলাগুলোর কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আমরা হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করব।

২০১৫ সালে বিএনপি জোটের সরকারবিরোধী আন্দোলন চলার সময় তাদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছিল।

সর্বাধিক পঠিত