• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মেক্সিকোতে কারাগারে সহিংসতায় নিহত ১৩

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১১:৫৬ | আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১২:২১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

মেক্সিকোর উত্তরাঞ্চলে নুয়েভো লিওন রাজ্যে একটি কারাগারে সহিংসতায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবারের এই ঘটনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, কাদেরিতা কারগারে হঠাৎ করেই দাঙ্গা শুরু হয়ে যায়। হতাহতদের স্বজনরা কারাগারের সামনে ভীর করেছেন।

নুয়েভে লিওনের মুখপাত্র আলদো ফ্যাসকি বলেন, হঠাৎ করেই দাঙ্গা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একজন বন্দি মারা যায় এবং কয়েকজন নিরাপত্তা রক্ষীকে জিম্মি করা হয়।  

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়তি পুলিশ পাঠানো হয়। ওই সহিংসতায় প্রায় ২৫০ জন বন্দি জড়িত ছিলো।

মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে নিরাপত্তা বাহিনী পরিস্থিনি নিয়ন্ত্রণে আনে। ফ্যঅসকি বলেন, আমরা তখন সিদ্ধান্ত না নিলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারতো।

সর্বাধিক পঠিত