• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ক্যালিফোর্নিয়ার দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৭

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১০:৫৮ | আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১১:৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। ঘর ছেড়েছেন হাজার হাজার মানুষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে ঘরছাড়া হয়েছেন ২০ হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। নাপা, সোনোমা ও ইউবা থেকে অন্তত ২০ হাজার মানুষ পালিয়ে গেছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছেন। বলা হয়, এই আগুনে হাজার হাজার মানুষের জীবন ও তাদের সম্পত্তি ঝুঁকির মুখে রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফের্নিয়ায় দুর্যোগ ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকার থেকে ২৭টি স্থানে এই আগুন নিয়ন্ত্রণে অর্থায়ন করা হবে বলে জানিয়েছে।

সর্বাধিক পঠিত