চরম খাদ্য সংকটে রাখাইনের রোহিঙ্গারা
মিয়ানমার সেনাবাহিনীর নিধন অভিযান শুরুর পর যেসব রোহিঙ্গা এখনও রাখাইনে রয়েছেন তাদের ভবিষ্যত পরিস্থিতি আরও কঠিন হবে বলে সতর্ক করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। পশ্চিমা গণমাধ্যমে প্রকাশ, রাখাইনে বসবাসরত মানুষ এখন চরম খাদ্য সংকটে রয়েছে। সামনে এই পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দি ডেইলি মেইল জানিয়েছে।
কারণ হিসেবে বলা হয়, নিরাপত্তা বাহিনীর নিধন অভিযানের সময় রোহিঙ্গাদের ক্ষেতের ফসল জ্বালিয়ে দেয়া হয়েছে। ফলে কোনো জমিতেই ধান কিংবা শস্য ফলেনি। এছাড়া রোহিঙ্গা অধ্যূষিত এলাকার কোনো দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান খোলা না থাকায় খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ স্থানীয় রোহিঙ্গাদের জন্য এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে।
রাজ্য সরকারের কারণে ওই অঞ্চলে সব ধরনের পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের দাবি, ওই এলাকায় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখলে তার সুফল বিদ্রোহীরা পাবে।
এই প্রসঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, রাখাইনে জঙ্গি দমন অভিযান শুরুর পর প্রথম দফায় প্রাণ বাঁচানোর তাগিদে এলাকা ছেড়েছিল সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ। আর যারা কোন রকমে নিজ ভূমিতে পালিয়ে ছিল, তারাও এখন দেশ ত্যাগ করছে। যার অন্যতম প্রধান কারণ খাদ্যাভাব।
যদিও মিয়ানমার সরকারের পক্ষ থেকে এমন দাবি নাকচ করে দেয়া হয়েছে।