পুলিশের নিয়োগপত্র জালিয়াতি: ছাত্রলীগ নেতা বহিষ্কার
প্রকাশ: ১০ অক্টোবর ২০১৭, ০১:৫৮ | আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ০২:০৪
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট
পুলিশের নিয়োগপত্র জালিয়াতির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় মাগুরা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নাজমুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
নাজমুলের বহিষ্কারের বিষয়ে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা পাঠানো চিঠি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি রোববার রাতে অনুমোদন দিয়েছে।
সোমবার একথা জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, জেলা পুলিশ লাইনে আউট সোর্সিং প্রকল্পে ঠিকাদার ফিরোজ হোসেনের মাধ্যমে বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মী পদে গত দুই মাসে পর্যায়ক্রমে ২১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু বুধবার শফিউল্লাহ ও জনি বিশ্বাস নামের দুজন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগপত্র নিয়ে মাগুরা পুলিশ লাইনে হাজির হন। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, মাথাপিছু ৮০ হাজার টাকা করে ঘুষ নিয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ও তাঁর দুই সহযোগী শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের দুই ভাই হুমায়ুন ও মেহেদী হাসান তাঁদেরকে এই নিয়োগপত্র দিয়েছেন।
পরে গত ৪ অক্টোবর প্রতারণার মাধ্যমে এক লাখ ষাট হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা নাজমুল, হুমায়ুন ও মেহেদীকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন ক্ষতিগ্রস্ত যুবক শফিউল্লাহর বাবা শ্রীপুর গোয়ালপাড়ার সামছুল শেখ। গত বৃহস্পতিবার ওই মামলায় মেহেদী হাসানকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। তবে বাকি দুই আসামি পলাতক বলে জানান ওসি।