প্রধান বিচারপতির বাসায় বিএসএমএমইউ’র চিকিৎসক
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসায় গিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক হাবিবুর রহমান। প্রধান বিচারপতির বাসভবনের পশ্চিম গেট দিয়ে তিনি সোমবার বিকাল ৫টা ৫ মিনিটে প্রবেশ করেন এবং একই গেট দিয়ে ৫টা ২৫ মিনিটে বের হয়ে যান। ডা. হাবিবুর রহমান বিএসএমএমইউ’র ইউরোলজি বিভাগের অধ্যাপক।
এর আগে, সুপ্রিম কোর্টের বেঞ্চ রিডার মাহবুব হোসেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসায় সোমবার বিকাল ৪টা ১৫ মিনিটে প্রবেশ করেন। এসময় তার সঙ্গে ছিলেন আরেক বেঞ্চ রিডার অনিল হায়দার। পরে তারা ৪টা ৫৬ মিনিটে প্রধান বিচারপতির বাসা থেকে বের হয়ে যান।
উল্লেখ্য, গত ২ অক্টোবর একমাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। ওই রাতেই আপিল ডিভিশনের বিচারপতিদের জ্যেষ্ঠতার ভিত্তিতে ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়।