• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

যশোরে অপারেশন ‘মেক আ রাইজ’ সমাপ্ত

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৮:১৯
যশোর প্রতিনিধি
প্রিন্ট

তিন শিশুসহ এক নারীর আত্মসমর্পণ এবং বাসা তল্লাশি ও সুইসাইডাল ভেস্ট নিক্রিয় করার পর যশোরে ‘জঙ্গি আস্তনায়’ অপারেশন ‘ মেক এ রাইজ’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার বিকাল ৫টা ১০মিনিটে অভিযান সমাপ্ত ঘোষণা করেন পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব।

তিনি বলেন,ওই বাসায় তল্লাশি চালিয়ে তিনটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার কওে সেগুলো নিক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট। এরআগে রোববার দিবাগত রাত ২টা থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার মসজিদের পেছনের চারতলা বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিওে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। 

এরপর পুলিশের আহ্বানে সাড়া দিয়ে সোমবার বিকাল ৩টা ৫ মিনিটের দিকে তিন শিশুসহ এক নারী আত্মসমর্পণ করেন। তিনি শীর্ষ জঙ্গি মারজানের বোন খাদিজা বলে জানিয়েছে পুলিশ। রাাজধানীতে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছিলেন তিনি।

সর্বাধিক পঠিত