প্রধান বিচারপতির বাসায় ফের বেঞ্চ রিডার মাহবুব
সুপ্রিম কোর্টের বেঞ্চ রিডার মাহবুব হোসেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসায় প্রবেশ করেছিলেন। তার সঙ্গে ছিলেন আরেক বেঞ্চ রিডার অনিল হায়দার। সোমবার বিকাল ৪টা ১৫ মিনিটে তারা দু’জন প্রধান বিচারপতির বাসায় প্রবেশ করেন এবং ৪টা ৫৬ মিনিটে বের হয়ে যান।
প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত দুইটি ফাইল নিয়ে তার বাসায় গিয়েছিলেন সুপ্রিম কোর্টের বেঞ্চ রিডার মাহবুব হাসান। ওইদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি প্রধান বিচারপতির বাসভবনে প্রবেশ করেন এবং ২২ মিনিট পর ৭টা ২ মিনিটে বেরিয়ে আসেন।
প্রধান বিচারপতির বাসভবন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতির ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত দু’টি ফাইল নিয়ে এসেছিলাম।
উল্লেখ্য, গত ২ অক্টোবর একমাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। ওই রাতেই আপিল ডিভিশনের বিচারপতিদের জ্যেষ্ঠতার ভিত্তিতে ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়।