• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অর্থনীতিতে নোবেল পেলেন রিচার্ড থেলার

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৭:০৭
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে মনস্তত্ত্বের প্রভাব গবেষণায় অবদানের জন্য এবছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের রিচার্ড এইচ থেলার। সোমবার রয়াল সুইডিশ একাডেমী অব সায়েন্সেস পুরস্কারটি ঘোষণা করে। থেলারের কাজগুলো অর্থনীতিতে মানুষের আত্মনিয়ন্ত্রণ ও সামাজিক বাছাইয়ের মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে। কেন মানুষ দীর্ঘমেয়াদি লক্ষ্যের চেয়ে স্পল্পমেয়াদি ভোগকে পছন্দ করে সেটা নিয়ে গবেষণা করেছেন এই মার্কিনি।

মানুষ দীর্ঘমেয়াদি সঞ্চয়ের প্রবণতা বাদ দিয়ে বা অবসরের জন্য সঞ্চয় না করে ক্ষণিকের আনন্দ ভোগ করাতে মজা পায়- এমন বিষয় নিয়ে কাজ করেছেন থেলার।

অর্থনীতিতে ১৯৬৯ সালে নোবেল প্রদান শুরু হওয়ার পর এ নিয়ে ৪৯ জন অর্থনীতিতে নোবেল পেলেন। আর অন্যান্য সব ক্ষেত্রে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নোবেল দেওয়া হলেও অর্থনীতিতে মাত্র একজন নোবেল পান। এখন পর্যন্ত মাত্র একজন নারী অর্থনীতিতে নোবেল পেয়েছেন। ২০০৯ সালে নোবেল পাওয়া ওই নারীর নাম এলিনর অস্ট্রম।

সর্বাধিক পঠিত