• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

১৯ জন রোহিঙ্গা এইডস আক্রান্ত

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ০০:০৮ | আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ০০:১৩
কক্সবাজার প্রতিনিধি
ছবি: জীবন আহমেদ
প্রিন্ট

মিয়ানমারে সেনা বাহিনীর নির্যাতনে নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত ১৯ জন এইডস রোগী শনাক্ত করা হয়েছে।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. আবদুস সালাম বলেন, যে ১৯ জনের শরীরে এইডসের ভাইরাস পাওয়া গেছে, এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ১৮ জনের চিকিৎসা চলছে। 

তিনি বলেন, বিভিন্ন এনজিওর সমন্বয়ে সকল রোহিঙ্গার রক্ত পরীক্ষার পর এর প্রকৃত সংখ্যা জানা যাবে।

গত ২৫ আগস্ট মিয়ানমারে সংঘাত শুরু হলে এ পর্যন্ত পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

সর্বাধিক পঠিত