• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নাফ নদীতে নৌকা ডুবি: ৩০ রোহিঙ্গা নিখোঁজ

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ০০:০৬ | আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ০০:০৭
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবে অন্তত ৩০ জন নিখোঁজ হয়েছেন। রোববার রাতে নাফ নদীর গোলারচর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, রাত ১০টার দিকে গোলারচর পয়েন্টে মিয়ানমার দিক থেকে আসা রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে যায়। ঘটনার কিছু সময় পর আটজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বিজিবি কর্মকর্তা আরো বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, নৌকাটিতে ৪০ জনের মতো নারী, পুরুষ ও শিশু ছিল। ভাটার সময় দমকা হাওয়ার কারণে নৌকাটি উল্টে গিয়ে এ ঘটনা ঘটছে। অন্তত ৩০ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের সন্ধানে বিজিবির সদস্যরা কাজ করছে বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত