• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঢাবি অধিভুক্ত সাত কলেজ

ছাত্রলীগের আশ্বাসে আন্দোলন স্থগিত

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ২৩:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

অনার্স দ্বিতীয় ও চতুর্থ বর্ষের ফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা দাবি আদায়ে বিশ^বিদ্যালয় প্রশাসনকে সাত দিনের সময় বেঁধে দিলেও রোববার সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের আশ্বাসে সোমবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে তারা। ছাত্রলীগ নেতারা আন্দোলনকারীদের নিয়ে দাবি আদায়ে সোমবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখাতরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আন্দোলনকারী শিক্ষার্থী মো. শরীফুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতাদের আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করেছি। তবে সোমবার যদি কোন সুনির্দিষ্ট সমাধান না হয় তাহলে পুনরায় কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। 

তিনি বলেন, আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে চাইনি। কিন্তু পরিস্থিতি আমাদের রাস্তায় নামিয়েছে। 

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেষ্ট। অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের খবর শুনে আমরা ছুটে যাই। তাদের ন্যায় সঙ্গত দাবি আদায়ে ছাত্রলীগ পাশে থাকবে জানিয়ে আন্দোলন স্থগিতের আহ্বান জানাই। তাদের বলি, শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। যাতে জনগণের দুর্ভোগ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 

তিনি আরো বলেন, ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি’র সঙ্গে কথা বলেছি। সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এবং আমরা ভিসি’র সঙ্গে সভা করবো। আশা করি একটা সমাধান আসবে। 

এর আগে রোববার সকাল ৯টা থেকে নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি শুরু করে ঢাকা বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। চলে সাড়ে ৫টা পর্যন্ত। এসময় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে দুপুর সোয়া ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় তিনি আগামী নভেম্বরের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দেন। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে শিক্ষার্থীরা আন্দোলন বিক্ষোভ অব্যাহত রাখে। 

আন্দোলকারী শিক্ষার্থীদের ৫ দফা দাবি সমূহের মধ্যে রয়েছে, ১২’শ শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, অনার্স ২য় ও ৪র্থ বর্ষের ফল প্রকাশ, অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ এবং সাত কলেজের জন্য স্বতন্ত্র ওয়েবসাইট চালু করা। এর মধ্যে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় ২০১৬ সনের অনার্স ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, গ্রেড উন্নয়ন) পরীক্ষা আগামী ২৩শে অক্টোবর থেকে শুরু হবে। 

এদিকে ছাত্রলীগ নেতাদের অনুরোধে শাহবাগ থানার ওসি আবুল হাসান ১২’শ শিক্ষার্থীর মামলা প্রত্যাহারের আশ্বাস দেন। 

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। অধিভুক্ত সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ, সরকারী কবি কাজী নজরুল কলেজ, সরকারী বাঙলা কলেজ, সরকারী তিতুমীর কলেজ, সোহরাওয়ার্দী সরকারী কলেজ।

সর্বাধিক পঠিত