• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধান বিচারপতির বাসায় সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ২০:৫১ | আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ২০:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সরকারি বাসভবনে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফাইয়াজ প্রবেশ করেছেন। রবিবার সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে তিনি ঢুকেছেন প্রধান বিচারপতির বাসায়। এখনও তিনি সেখানেই অবস্থান করছেন।

প্রধান বিচারপতির বাসার সামনে কর্তব্যরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজলুল হক সাব্বির ফাইয়াজের পরিচয় নিশ্চিত করেছেন। তবে অতিরিক্ত রেজিস্ট্রার কেন প্রধান বিচারপতির বাসায় এসেছেন কিংবা তিনি এখানে কতক্ষণ অবস্থান করবেন, সে প্রসঙ্গে কোনও ধরনের তথ্য তার কাছে নেই বলে জানিয়েছেন এএসআই ফজলুল।

এর আগে, দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. সালেহ। আর সকাল সোয়া ৭টার দিকে প্রধান বিচারপতি গিয়েছিলেন মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি)।

উল্লেখ্য, অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতি বর্তমানে ছুটিতে আছেন। গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন প্রধান বিচারপতি। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত।

সর্বাধিক পঠিত