• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এ মাসেই মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ১৫:০৪ | আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৬:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়াসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য চলতি মাসেই মিয়ানমার সফরে যাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
 
মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়টিই হবে মিয়ানমারের সঙ্গে আমাদের প্রধান আলোচ্য বিষয়। এছাড়া অন্যান্য বিষয়গুলোও থাকবে। সফরের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় এ মাসের মধ্যেই তা হবে।