• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সরাইলের দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ১৩:৩৭ | আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৪:০১
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। 

রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীডোবা খামারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- মোমিন মিয়া (৪০), সৈয়দ উদ্দিন (৫৫), পারভীন (৩৫) ও শিশু নূর-নবী (৩ মাস)।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, সকালে সরাইল উপজেলার শ্রীডোবা খামারবাড়ি এলাকায় অগ্রদূত নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অপর একটি পণ্যবোঝাই ট্রাক ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সৈয়দ উদ্দিন ও মোমিন মিয়া মারা যায়।

পরে এ ঘটনায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পারভীন ও নূর-নবীকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।