রাজধানীতে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

রাজধানীর টিকাটুলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র খুন হয়েছেন। তার নাম আবু তালহা। রবিবার সকালে টিকাটুলীর কে এম দাশ লেনে এ ঘটনা ঘটে।
নিহত আবু তালহার বাবার নাম নূর উদ্দিন। তিনি বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। টিকাটুলীর কে এম দাশ লেনে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, সকালে সাভারের আশুলিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তালহা। বাসা থেকে কিছু দূর যেতেই ছিনতাইকারীরা তার পথরোধ করে। এর একপর্যায়ে তালহাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।