• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শুরুতেই ৬ উইকেট নেই বাংলাদেশের

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৭, ১৯:৪০ | আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ২০:২৮
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করলে ব্যাটিং উইকেট আর বাংলাদেশের সময় সেটা বোলিং উইকেট হয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবেই কেউ কেউ ব্লুমফন্টেইনের উইকেটকে ব্যাখ্যা করছেন। কথাটা যে মিথ্যে নয়, বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুতেই সেটা প্রমাণ করে দিলেন সৌম্য সরকার। তামিম ইকবালের বদলে ওপেনিং করতে নামা এই ব্যাটসম্যান ফিরেছেন মাত্র ৯ রান করে। এরপর মুমিনুল ও সৌম্যর দেখানো পথ অনুসরণ করেন। বেশিক্ষণ থা্কতে পারেননি অধিনায়ক মুশফিকুর রহিমও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৫/৬। ইমরুল কায়েস ৬৫ রানে ব্যাটিং করছেন। প্রথম ইনিংসের শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ১৩ রানে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে ফিরে আসেন সৌম্য সরকার। এরপর মুমিনুলকে কুইন্টন ডি ককের গ্লাভসবন্দি করেন অলিভিয়ের।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চার উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। এইডেন মার্করাম ১৪৩, ফাফ ডু প্লেসিস ১৩৫, হাশিম আমলা ১৩২ ও ডিন এলগার করেন ১১৩ রান। 

বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা পর দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। তবে বাংলাদেশের ভাগ্য বদলায়নি। এদিন মাত্র একটি উইকেট নিতে পেরেছেন টাইগার বোলাররা। ব্যক্তিগত ১৩২ রানে শুভাশীষের বলে বোল্ড হয়ে ফিরে আসেন হাশিম আমলা। আজ তিন উইকেটে ৪২৮ রান দিয়ে ব্যাটিং শুরু করেন হাশিম আমলা ও দু প্লেসিস। প্রথম সেশনেই শতক তুলে নেন তাঁরা। মধ্যাহ্নভোজের পর হাশিম আমলা ফিরলেও ১৩৫ রানে অপরাজিত থাকেন প্রোটিয়া অধিনায়ক। এ ছাড়া ২৭ বলে ২৮ রান করেন কুইন্টন ডি কক।

বাংলাদেশের বোলারদের মধ্যে শুভাশীষ তিনটি ও রুবেল হোসেন এক উইকেট নেন।  

সর্বাধিক পঠিত