সৌদি রাজপ্রাসাদে হামলার চেষ্টা ব্যর্থ
প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৭, ১৮:১৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট
সৌদি রাজপ্রাসাদে একটি হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার জেদ্দায় ওই হামলা চেষ্টার ঘটনায় হামলাকারী এবং কয়েকজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন বলে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। তবে সৌদি কর্তৃপক্ষ এ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি।
এদিকে সামাজিক মাধ্যমে হামলার খবর ছড়িয়ে পড়লে সৌদি আরবে অবস্থানরত নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।