• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধান বিচারপতির বাসভবনে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৭, ১৫:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবনে প্রবেশ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (অর্থ) ফারজানা ইয়াসমিন। শনিবার বেলা সোয়া ১২টার পর তিনি প্রধান বিচারপতির বাসায় প্রবেশ করেন। সুপ্রিম কোর্টের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বেলা সোয়া ১২টার দিকে প্রধান বিচারপতির বাসার পেছনের গেট দিয়ে একটি গাড়ি প্রবেশ করে। গাড়িতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিন আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনাথ মিত্র।

এর আগে শুক্রবার সকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম। তারপর প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

প্রসঙ্গত, ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। শারীরিক অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করেন তিনি। তবে প্রধান বিচারপতি অসুস্থ নন,তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

সর্বাধিক পঠিত