• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রাজধানীতে ২৯ ঘণ্টায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো ৫ জনের

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৭, ১১:২৮ | আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১১:৪১
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

রাজধানীতে ২৯ ঘণ্টায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো  পাঁচজনের। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৫টা থেকে শুক্রবার (৬ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইনে ট্রেনে কাটা পড়ে ধাক্কায় ফরিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত ঘটনাস্থলেই বাকি চারজনের মুত্যু হয়।

এর মধ্যে কমলাপুর, বনানীর স্টাফ রোড ও মহাখালী এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় তিনজন এবং আবদুল্লাহপুর কোটবাড়ী এলাকায় রাকিব হোসেন (২৫) নামে একজন প্রাণ হারান।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ জানান, নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা যায়নি। তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরো জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়।

সর্বাধিক পঠিত