কাতালানে আহতদের প্রতি ক্ষমা চেয়েছেন সরকারের প্রতিনিধিরা
কাতালোনিয়াতে রোববারের স্বাধীনতার দাবীতে আয়োজিত গণভোট বন্ধ করতে পুলিশের বাঁধায় আহতদের প্রতি ক্ষমা চেয়েছেন স্প্যানিশ সরকার প্রতিনিধিরা। বিবিসির সংবাদ।
কিন্তু দেশটির বিশিষ্ট রাজনীতিবিদ এনরিক মিলো ‘অবৈধ ভোট' আয়োজনের জন্য কাতালান সরকারকে দোষারোপ করেছেন।
শুক্রবার কাতালোনিয়াতে স্পেন সরকারের প্রতিনিধিরা রোববারের গণভোট চলাকালে পুলিশি বাঁধা, সাধারণ মানুষের আহত হওয়া, ব্যালেট বাক্স জব্দ করা এবং আদালতের মাধ্যমে এ ভোটকে নিষিদ্ধ করা নিয়ে ক্ষমা চেয়েছেন। তবে এটা শুধু সেসব কর্মকর্তাদের পক্ষ থেকেই এসেছে যারা সেদিনের গণভটে হস্তক্ষেপ করেছিলেন।
এদিকে মাদ্রিদ সরকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তাদের সদর দপ্তর কাতালোনিয়া থেকে সরিয়ে ফেলতে আদেশ জারি করেছে।
একজন কাতালান মন্ত্রী বিবিসিকে জানান, তাঁর সরকার সংসদে স্বাধীনতা বিতর্ককে এগিয়ে নিয়ে যাবে।
কাতালান পররাষ্ট্র বিষয়ক প্রধান দায়িত্বশীল ব্যক্তি রাউল রোমেভা বলেন, "এ নিয়ে সংসদে আলোচনা অব্যাহত থাকবে।" তিনি বলেন, "স্প্যানিশ সরকার বাঁধা সৃষ্টি করার সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে, তারা শুধু ব্যর্থ হিসেবেই নিজেদের প্রমাণিত করেননি, নিজেদেরকে অকার্যকারিতাকেও দেখিয়ে দিয়েছে।