টসে জিতে ফিল্ডিংয়ে টাইগাররা
প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ১৪:০৫ | আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৪:২৯
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট
পচেফস্ট্রুম টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন টাইগার ক্যাপ্টেন মুশফিকুর রহিম। এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছিলেন প্রোটিয়া ক্যাপ্টেন ফাফ ডু-প্লেসিসও।
তবে পচেফস্ট্রুম আর ব্লুমফন্টেইনের উইকেটের মধ্যে বেশ পার্থক্য আছে। তাই হয়তো জেনে-বুঝেই এবার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মুশফিক।
এদিকে, সিরিজে ফেরার ম্যাচে বাংলাদেশের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে তামিম ইকবালের ইনজুরি। টেস্ট সিরিজ শুরুর আগেই প্রস্তুতি ম্যাচে বাঁ পায়ের মাংসপেশীতে চোট পেয়েছিলেন তামিম। সহনীয় ব্যথা নিয়ে খেলেছেন প্রথম টেস্ট। কিন্তু ঊরুর ইনজুরি অবনতি হওয়ায় সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে থাকতে হবে দর্শক ভূমিকায়।
এর আগে, পচেফস্ট্রুমে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। সঙ্গী হয় বড় ব্যবধানে হারের লজ্জা। ১০ বছর আগে ইনিংসে একশ’র নিচে অলরাউট হয়েছিল বাংলাদেশ। তাই ব্লুমফন্টেইনে ব্যাটসম্যানদের সামনে অগ্নিপরীক্ষাই অপেক্ষা করছে।