• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গুলবার্গ হত্যাকাণ্ডে রেহাই পেলেন মোদি

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ০৯:৪৮ | আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ০৯:৫১
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি, গোধরার ঘটনার পর দিনই গুলবার্গ সোসাইটিতে হামলা হয়। কংগ্রেসের নেতা এহসান জাফরিসহ ৬৮ জনের মৃত্যু হয়। প্রয়াত কংগ্রেস নেতার স্ত্রী জাকিয়া জাফরি এই ঘটনার পর নিম্ন আদালতের দ্বারস্থ হন। মোদিসহ কয়েকজনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনেন তিনি। কিন্তু ২০১২ সালে এই ঘটনার তদন্তে গঠিত বেঞ্চ মোদিকে নির্দোষ আখ্যা দিয়ে রিপোর্ট পেশ করে। মূলত তার ভিত্তিতেই এক বছর পর অর্থাৎ ২০১৩ সালেই নিম্ন আদালত জাকিয়ার আর্জি খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে এসেছিলেন জাকিয়া। শুক্রবার গুজরাট হাইকোর্ট মোদির বিরুদ্ধে জাকিয়ার সেই আবেদনও খারিজ করে দিলো।

আনন্দ বাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বিচারপতি সোনিয়া গোকানি গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ মেনে নেননি। যুক্তি দিয়েছেন, সুপ্রিম কোর্ট এই অভিযোগ খারিজ করে দিয়েছে।

তিনি বলেন, সঞ্জয় ভাট মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের প্রশ্ন নিয়ে আলোচনা করেছে সুপ্রিম কোর্ট। অভিযোগ খারিজও করে দিয়েছে শীর্ষ আদালত। ফলে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগকে আমিও খারিজ করে দিচ্ছি।’যদিও বিচারপতি জানান, আবেদনকারী প্রয়োজনে ঘটনার আরও তদন্ত চেয়ে উচ্চতর আদালতে আবেদন করতে পারেন। কারণ, ‘গুলবার্গ মামলায় আরও তদন্তের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে তার সীমাবদ্ধ ক্ষমতা রয়েছে বলে ম্যাজিস্ট্রেট যে কথা বলেছেন, তা সঠিক নয়।

সমাজকর্মী তিস্তা শেতলাবাদের স্বেচ্ছাসেবী সংস্থা সিটিজেন ফর জাস্টিস অ্যান্ড পিস মোদিকে নির্দোষ আখ্যা দিয়ে ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল। কিন্তু আজ তাদের সেই প্রয়াসও ধাক্কা খেলো।

সর্বাধিক পঠিত