• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

লিবরা ইনফিউশনের এমডি গ্রেপ্তার

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ০১:১৯
নিজস্ব প্রতিবদক
প্রিন্ট

রাজধানীর রূপনগর থানা এলাকা থেকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লিবরা ইনফিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. রওশন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টায় নিজ ওষুধ কারখানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বিষয়টি জানিয়েছেন। 

ওসি জানান, ড. রওশন আলম ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লিবরা ইনফিউশন কোম্পানি লিমিটেডের নামে আল আরাফাহ ইসলামী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে ৮৭ কোটি টাকা ঋণ নিয়েছেন। এই ঋণ আদায়ে ব্যাংক তাঁর বিরুদ্ধে মামলা করেছে। আর ঋণসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ওই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিমের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডাতার একপর্যায়ে ড. রওশন আলম ওই ব্যাংক কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছেন। আর এই  ঘটনার পর ওই ব্যাংক কর্তৃপক্ষ মতিঝিল থানায় একটি জিডি দায়ের করে।

ওই জিডি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং রওশন আলমের বিরুদ্ধে ঋণখেলাপির মামলা দায়ের করা হয়। সেই মামলায় আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই গ্রেপ্তারি পরোয়ানায় ড. রওশনকে আজ তাঁর প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওসি আরো জানান, গ্রেপ্তার ড. রওশন আলমকে বৃহস্পতিবার বিকেলেই আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

সর্বাধিক পঠিত