• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

স্ত্রীসহ ঢাকেশ্বরী মন্দিরে প্রধান বিচারপতি

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৮:০৬ | আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৯:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

স্ত্রীসহ হেয়ার রোডের বাসা থেকে বের হয়েছেন ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বৃহস্পতিবার বিকালে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক তার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর বাসা থেকে বের হন প্রধান বিচারপতি। প্রায় চার দিন পর বাসভবন থেকে বেরোলেন তিনি।

এদিন বিকাল ৪টা ৫ মিনিটে প্রধান বিচারপতির বাসায় পৌঁছান আইনমন্ত্রী। বিকাল ৪টা ৩৯ মিনিটের দিকে তিনি বেরিয়ে যান। এরপরই স্ত্রীকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন প্রধান বিচারপতি। এরপর তিনি চলে যান পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে।

বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি সেখানে যান এবং প্রায় ৪৫ মিনিট মন্দিরে অবস্থান করেন। ঢাকেশ্বরী মন্দিরের ব্যবস্থাপক তপন ভট্টচার্য্য বলেন, পূজা দিতে সস্ত্রীক এসেছিলেন প্রধান বিচারপতি। তিনি ২০ মিনিটের মতো ছিলেন। ঢাকেশ্বরী মন্দিরের দ্বিতীয় তলায় অফিস কক্ষে কিছুক্ষণ বসেছিলেন প্রধান বিচারপতি; সেখানে প্রবীণ আইনজীবী রানা দাশগুপ্ত ও সুব্রত চৌধুরীও ছিলেন।

প্রধান বিচারপতি অসুস্থ বলে এক মাসের ছুটি নিয়েছেন বলে আইনমন্ত্রী আনিসুল হক ইতোপূর্বে জানান। আলোচনা প্রেক্ষাপটে তার ছুটির আবেদনও প্রকাশ করেন তিনি, তবে তা নিয়ে সন্দেহ প্রকাশ রয়েছে বিএনপির। প্রধান বিচারপতিকে কেন দেখেছেন, খুব কি অসুস্থ মনে হয়েছে- সাংবাদিকরা জানতে চাইলে রানা দাশগুপ্ত বলেন, উনাকে দেখে আমার তেমন মনে হয়নি।

সর্বাধিক পঠিত