• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘ঢাবি তোমাদের ক্যাম্পাস না’

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৫:২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রিন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেছেন, অধিভুক্ত সাত কলেজের কোনো শিক্ষার্থী ঢাবি ক্যাম্পাসে আন্দোলন করতে পারবে না। কেননা, এই ক্যাম্পাস তাদের নয়।

বৃহস্পতিবার সকালে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে গেলে তাঁদের উদ্দেশে এ কথা বলেন প্রক্টর। পরে ওই শিক্ষার্থীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সংবাদ সম্মেলন করেন।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবা বেলা সাড়ে ১১টার দিকে মধুর ক্যান্টিনে ২০১১-১২ শিক্ষাবর্ষের ফল প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঢাবি প্রশাসনের পক্ষ থেকে তাঁদের বাধা দেওয়া হয়। পরে প্রশাসনের কয়েকজনের সঙ্গে কলেজের শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। এ সময় প্রক্টর এ এম আমজাদ এসে পরিস্থিতি শান্ত করেন।

সাত কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে ঢাবি প্রক্টর বলেন, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের মূল জায়গা হচ্ছে তোমাদের ক্যাম্পাস। তোমরা সেখানে সংবাদ সম্মেলন বা অন্য কোনো আন্দোলন করতে পারো, অথবা অন্য কোনো জায়গায় তোমরা আন্দোলন করতে পারো। ঢাবিতে তোমরা কোনো আন্দোলন করতে পারবে না। কেননা, ঢাবি তোমাদের ক্যাম্পাস না।

শহীদ মিনারে শিক্ষার্থীরা আন্দোলন করতে পারবে কি না—জানতে চাইলে সাংবাদিকদের প্রক্টর বলেন, ওখানে আন্দোলন করতে হলে তাদের প্রশাসনের থেকে অনুমতি নেওয়া লাগবে। প্রশাসন অনুমিত দিলে তারা আন্দোলন করতে পারবে, অন্যথায় নয়।

সর্বাধিক পঠিত