• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধান বিচারপতির বিদেশ যাওয়ার ‘গুঞ্জন’ প্রশ্নে যা জানা গেল

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৪:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অস্ট্রেলিয়া যাচ্ছেন বলে যে গুঞ্জন উঠেছে,  সে বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতি তো এর আগে বহুবার অস্ট্রেলিয়া গিয়েছেন। কানাডায় গিয়েছেন। আমার জানা মতে তার এক মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন আরেক মেয়ে কানাডায় থাকেন। এ সমস্ত দেশে এর আগেও তিনি গেছেন। এখন উনি যাবেন কি যাবেন না, সেটা সম্পূর্ণ উনার নিজস্ব বিষয়।’

বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা আপিল বিভাগে জানিয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বাসায় আছেন।

প্রধান বিচারপতির অবস্থা জানতে সহযোগীতা ও দিকনির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিনের আবেদনের পর তিনি একথা বলেন।

গত সোমবার এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি বরাবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটির আবেদন করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর পরদিন মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যভার গ্রহণ করেন।