• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পাচারের সময় ৪১ লাখ টাকার সোনাসহ আটক ২

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১১:৫৪
বেনাপোল প্রতিনিধি
প্রিন্ট

ভারতে পাচারের সময় ৮টি সোনার বারসহ জনি মোল্যা (১৯) ও সুজন মিয়া (২০) নামে দুই পাচারকারীকে আটক করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। 

আটককৃত জনি মোল্যা মাদারীপুর জেলার শিবচর উপজেলার আব্দুর রহিম মোল্যার ছেলে ও সুজন মিয়া শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আকবর শেখের ছেলে। তাদের পাসপোর্ট নং-বিও-০৫৩১১০৫ ও বিপি-০৫০৫২৯৭৮৩।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ডেপুটি কমিশনার মোহাম্মাদ সাদিক হোসেন পূর্বপশ্চিমকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই জন পাসপোর্টযাত্রীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কোমর থেকে ৮টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৮ শত ৩৬ গ্রাম। স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪১ লাখ টাকা বলে তিনি জানান। 

উল্লেখ্য, বুধবার সকালে বিজিবি সদস্যরা  মাহমুদুল হাসান লিটন (৩৫) নামে এক মুদ্রা পাচারকারী পাসপোর্টযাত্রীর স্যান্ডেলের মধ্যে ২২ হাজার ৫০০ মার্কিন ডলারসহ আটক করে। এছাড়া মঙ্গলবার সকালে কাস্টমস কর্মকর্তারা ২৪ লাখ টাকাসহ জোবাইদা (৫০) ও রেশমা শেখ (৪২) নামে দুই ভারতীয় মহিলা পাসপোর্টযাত্রীকে আটক করে।

সর্বাধিক পঠিত