৬৫ হাজার ডলারে বিক্রি হল হিটলারের ‘গ্লোব’!
নিলামে ওঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একনায়ক জার্মান ডিক্টেটর অ্যাডলফ হিটলারের ব্যক্তিগত 'গ্লোব'। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক নিলামে ৬৫ হাজার ডলারে বিক্রি হয় গ্লোবটি। সূত্র: হিন্দুস্তান টাইমস
যুদ্ধের স্মারক হিসেবে নিয়ে জার্মানি থেকে গ্লোবটি নিয়ে আসেন জন বার্সামিয়ান নামের এক মার্কিন সেনা। যুদ্ধ শেষ হবার পরেই ১৯৪৫ সালের ১০ মে তারিখে হিটলারের বাসভবন এটি সংগ্রহ করেন জন।
যুদ্ধ শেষ হবার ৭২ বছর পর পৃথিবী ইতিহাসের কুখ্যাত যুদ্ধবাজ এ রাষ্ট্রনায়কের গ্লোবটি নিলামে ওঠল। গ্লোবটির গায়ে গোটা জার্মানিকে আলাদাভবে চিহ্নিত করে রেখেছিলেন হিটলার। যুদ্ধ পরিচালনায় গ্লোবটি ব্যবহার করতেন তিনি।
জানা যায়, একই নিলামে হিটলারের একটি শার্টও বিক্রি হয়, যার সর্বোচ্চ মূল্য ওঠে ১০ হাজার ডলার। শার্টের গায়ে লেখা ছিল হিটলারের পুরো নামের অধ্যাক্ষর।