• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পাকিস্তানকে আর একবার শেষ সুযোগ দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ০১:৫৭ | আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ০১:৫৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর বিরুদ্ধে সরাসরি আঙুল তুলল যুক্তরাষ্ট্র। সন্ত্রাসের সঙ্গে সংস্থাটির সংযোগ স্পষ্ট যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ-এর চেয়ারম্যান জোসেফ ডানফোর্ড।

মঙ্গলবার সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির সামনে এমনই  অভিযোগ করেন তিনি। কড়া ভাষায় ডানফোর্ড বলেন, ‘পাকিস্তান মিথ্যেবাদী। সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতা করছে ওই দেশ। আমেরিকা এমনটা কখনওই মেনে নেবে না। তবে নিজের ভুল শুধরানোর একটি শেষ সুযোগ দেয়া হবে পাকিস্তানকে। এর পর ব্যবস্থা নিতে বাধ্য হবে আমেরিকা।’

এদিকে এই সেনা কর্মকতার সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যও মিলে গেছে। তিনি বলেছেন, পাকিস্তানকে আরও একবার সুযোগ দেয়া হবে। এরপরও দেশটি সঠিক পথে না এলে প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো সিদ্ধান্ত নেবেন।

সর্বাধিক পঠিত