শক্তি প্রদর্শনের হুমকি দিলেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক নওফেল
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘আগামী ৭ অক্টোবর নেত্রীর (শেখ হাসিনার) সংবর্ধনায় দলীয় সাংগঠনিক শক্তির প্রকাশ ঘটাবো।’
বুধবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সংর্বধনা অনুষ্ঠানের আগে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ হুমকি দেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, তিনি দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন। আমরা ব্রিটিশ সরকারের কাছে তার ষড়যন্ত্রের বিষয়ে তদন্ত দাবি করবো। এছাড়া বাংলাদেশের আদালতে একজন দন্ডিত আসামিকে কিভাবে সে দেশ আশ্রয় দিয়েছে?
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।