মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে অযোগ্য এভ্রিল
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে চীনে যাওয়া হচ্ছে না জান্নাতুল নাঈম এভ্রিলের। বিতর্কের মুখে তাকে অযোগ্য ঘোষণা করেছে মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক কমিটি। রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশে প্রতিযোগিতার আয়োজক অন্তর শোবিজ।
এভ্রিলের বিরুদ্ধে তথ্য গোপন করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হওয়ার অভিযোগ রয়েছে। খবরে প্রকাশ, ২০১৩ সালে ২১ মার্চ বিয়ে করেন জান্নাতুল নাঈম। আড়াই মাস সংসারের পর তাঁর ডিভোর্স হয়ে যায়। প্রতিযোগিতার নিয়মে রয়েছে, বিবাহিত কেউ মিস ওয়ার্ল্ড-এর মঞ্চে যেতে পারবেন না। ফলে ঘোষিত বিজয়ীকে নিয়ে বিতর্ক ছড়ায়।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে জান্নাতুল নাঈমের নাম ঘোষণা করা হয়। তবে বিচারকরা দাবি করেন, নাঈম মিস ওয়ার্ল্ড হননি। আয়োজকদের পছন্দে তাকে মিস ওয়ার্ল্ড ঘোষণা করা হয়।
এ ঘটনার পর থেকেই অনুষ্ঠানটিকে ঘিরে আলোচনা-সমালোচনায় মুখর বিনোদন অঙ্গন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এভ্রিলের বিয়ের ছবি ছড়িয়ে পড়লে বিব্রতকর অবস্থায় পড়েন আয়োজকরা।