• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পূর্বপশ্চিম এক্সক্লুসিভ

বিসিএস শিক্ষকদের মর্যাদা রক্ষার নামে বেপরোয়া চাঁদাবাজি

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ১৩:৫৭ | আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৪:১৮
উৎপল দাস
প্রিন্ট

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) শিক্ষা ক্যাডারদের মর্যাদা রক্ষার আন্দোলনের নামে বেপোরোয়া চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। বিসিএস পরীক্ষা না দিয়ে যারা কলেজ সরকারি হওয়ার কারণে সমমর্যাদা পাচ্ছেন তাদের থেকে নিজেদের মর্যাদা বেশি দাবি করে হাইকোর্টে রিট করার নামে দেশের প্রায় দেড় লাখ  শিক্ষদের কাছ থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে।  

পূর্বপশ্চিমবিডি.নিউজের অনুসন্ধানে জানা গেছে, সারাদেশে বিসিএস শিক্ষা ক্যাডার শিক্ষক রয়েছেন দেড় লাখ। তাদের প্রত্যেকের কাছ থেকে কমপক্ষে ১ হাজার টাকা আদায় করছেন ঢাকা কলেজের কামাল আহেমদ, কবি নজরুল কলেজের ফারাহানা বিলকিস। তাদের নেতৃত্বে স্বঘোষিত মর্যাদা রক্ষা কমিটি ঘোষণা করা হয়েছে।

বিসিএস শিক্ষকদের একটি সূত্র জানিয়েছে, কামাল আহমেদ ও ফারহানা বিলকিস নিজেরা শিক্ষকদের মর্যাদা রক্ষার বিষয়ে হাইকোর্টে রিট করার জন্য এ টাকার আদায় করছেন। অনেক ক্ষেত্রে প্রতি কলেজ প্রতি লাখ টাকা আদায়ও করছেন। সে হিসাবে ইতিমধ্যে তারা প্রায় কোটি টাকার বেশি আদায় করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, হাইকোর্টে কোন বিষয়ে বিচারপতিরা স্বপ্রণোদিত হয়ে রিট করতে পারেন। এক্ষেত্রে কোনো টাকার প্রয়োজন পরে না। তবে হাইকোর্টে মর্যাদা রক্ষার বিষয়ে রিট করতে গেলে খরচ পরে কমপক্ষে ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা।

অভিযোগের বিষয়ে ঢাকা কলেজের কামাল আহেমদ ও কবি নজরুল কলেজের ফারাহানা বিলকিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন ধরেননি।

সর্বাধিক পঠিত