• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কক্সবাজারে এলজিআরডি মন্ত্রী

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ১৩:৩৬
কক্সবাজার সংবাদদাতা
প্রিন্ট

দুই দিনের সরকারি সফরে কক্সবাজার পৌঁছেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মুজতবা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুল নাসের। 

এছাড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। কক্সবাজারে দুই দিন ব্যস্ত সময় পার করবেন স্থানীয় সরকারমন্ত্রী।

বিকালে টেকনাফ ও উখিয়া উপজেলায় মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য সুপেয় পানি এবং স্যানিটেশন কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন ও ত্রাণ বিতরণ করবেন স্থানীয় সরকারমন্ত্রী। পরে এলজিইডির সড়ক অবকাঠামো নির্মাণ এবং মেরামত কাজ পরিদর্শন করবেন।

বুধবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত রোহিঙ্গাদের জন্য গৃহীত কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত মনিটরিং সভায় যোগ দেবেন মোশাররফ হোসেন। পরে বেলা ১১টায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।