বিএনপিপন্থী আইনজীবীদের সাক্ষাৎ দেননি প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে স্বাক্ষাৎ করতে গিয়েও দেখা পাননি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন (বিএনপির ভাইস চেয়ারম্যান) এবং সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (বিএনপির যুগ্ম মহাসচিব)। এসময় তাদের সঙ্গে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরাও ছিলেন।
সোমবার বিকেল পৌনে ৬টায় প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসায় যান নেতারা। সেখানে দীর্ঘ আধা ঘণ্টা অবস্থানের পর সন্ধ্যায় তারা ফিরে যান।
এসময় জয়নুল আবেদীন বলেন, ‘প্রধান বিচারপতির সাথে দেখা করতে ৩০ মিনিট অপেক্ষা করেছি। আগামীকাল সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের আইনজীবীদের একটি অনুষ্ঠানে প্রধান বিচারপতির যোগদানের কথা ছিল। এজন্যে বারের (সমিতির) নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। কিন্তু প্রধান বিচারপতি সাক্ষাৎ করেননি। এই বিষয়ে মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে একটি জরুরী সভা আহ্বান করেছি।’
প্রসঙ্গত, রাষ্ট্রপতির কাছে ছুটির আবেদন করায় মঙ্গলবার উক্ত অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তবে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে গেলেও তার জায়গায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহহাব মিয়া দায়িত্ব পালন করবেন।