লাস ভেগাসে গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৫০, আহত ২ শতাধিক
মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি কনসার্টে গুলিতে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। ৬৪ বছর বয়সী বন্দুকধারী স্টিফেন প্যাডক মান্দালয় বে হোটেলের ৩২ তালা থেকে উন্মুক্ত সংগীত উৎসবে গুলি করে মানুষকে হত্যা করে।
এই হামলায় আহত হয়েছে আরো ২০০ জন। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এই হামলাকারী স্থানীয় বাসিন্দা এবং তাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় শেরিফ জো লোম্বার্ডো বলেছেন, হামলাকারী একাই ছিল, তবে পুলিশ হামলাকারীর সঙ্গী মারিলো ডেনলিকে খুঁজছে।
শেরিফ নিহত ও আহতের প্রকৃত সংখ্যা বলতে পারেননি, তবে জানিয়েছেন নিহতদের মধ্যে অফ ডিউটিতে থাকা দুই পুলিশ কর্মকর্তা রয়েছে। স্থানীয় হাসপাতালের মুখপাত্র জানিয়েছে, অন্তত ১৪ জন গুরুতর আহতাবস্থায় রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘসময় ধরে সংগীত উৎসবে আসা ব্যক্তিতের লক্ষ্য করে অটোমেটিক রাইফেল দিয়ে গুলি করা হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটানা অটোমেটিক রাইফেল থেকে গুলি করা হচ্ছে।
সূত্র: বিবিসি