• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রংপুরে ট্রাক-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৭, ১০:১০
রংপুর সংবাদদাতা
প্রিন্ট

রংপুরের মিঠাপুকুরে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।  আহত হয়েছেন আরো চারজন। সোমবার সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বড়দরগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ৬টার দিকে বগুড়া থেকে নীলফামারীগামী একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে বগুড়াগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন আরো চারজন।

ওসি আরো জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

সর্বাধিক পঠিত