• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

যে ‘অঙ্গীকারে’ তালেবানের ‘আনুগত্যে বাঁধা’ আল-কায়েদা

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


খবর > বিশ্ব
যে ‘অঙ্গীকারে’ তালেবানের ‘আনুগত্যে বাঁধা’ আল-কায়েদা

  নিউজ ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 09 Sep 2021 09:24 AM BdST Updated: 09 Sep 2021 11:21 AM BdST

    তালেবান নেতা নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরি। ছবি: বিবিসি

    তালেবান নেতা নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরি। ছবি: বিবিসি
    আল-কায়েদা প্রতিষ্ঠাতা ওসামা বিন-লাদেন

    আল-কায়েদা প্রতিষ্ঠাতা ওসামা বিন-লাদেন
    তালেবানের প্রতি আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরির আনুগত্যের শপথ নবায়নের খবর প্রকাশ করেছিল সেই জঙ্গি গোষ্ঠীর মুখপত্র আল-নাফির। ছবি: বিবিসি

    তালেবানের প্রতি আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরির আনুগত্যের শপথ নবায়নের খবর প্রকাশ করেছিল সেই জঙ্গি গোষ্ঠীর মুখপত্র আল-নাফির। ছবি: বিবিসি

Previous
Next
সবাইকে চমকে দিয়ে আফগানিস্তানের ক্ষমতায় ফেরা তালেবান ইতোমধ্যে একটি সরকার গঠন করেছে। তাদের নিয়ে অনেক প্রশ্নের মধ্যে একটি এখন সামনে আসছে- দীর্ঘ দিনের মিত্র আল-কায়েদার সঙ্গে তাদের সম্পর্কের এখন কী হবে?

তালেবানের কাছে আনুগত্যের এক অঙ্গীকারে বাঁধা রয়েছে আল-কায়েদা, যাকে তারা বলে ‘বাইয়াহ’। ১৯৯০ সালে তালেবান নেতা মোল্লা ওমরের কাছে প্রথম সেই অঙ্গীকার করেন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন।

দুই পক্ষের মধ্যে এই সম্পর্কের সূত্র তুলে ধরে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকবার সেই প্রতিশ্রুতির নবায়ন হয়েছে, যদিও তালেবানের পক্ষ থেকে সেটা প্রকাশ্যে স্বীকার করা হয়নি।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শান্তি চুক্তি তালেবান করেছিল, সেখানে বলা ছিল, তারা নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় আল-কায়েদা কিংবা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম পরিচালনা করতে দেবে না।

গত ১৫ অগাস্ট কাবুল দখলের কয়েকদিন পর তালেবানের পক্ষ থেকে সেই চুক্তির প্রতিশ্রুতির কথা আবারও বলা হলেও প্রকাশ্যে তারা আল-কায়েদাকে প্রত্যাখ্যান করেনি।

আল-কায়েদাও যুক্তরাষ্ট্রের প্রতি তাদের হুমকি আর ‘বাগাড়ম্বরে’ সামান্যতম নমনীয়তা দেখায়নি।

‘বাইয়াহর’ গুরুত্ব

আরবি শব্দ ‘বাইয়াহ’ মানে মুসলমান কোনো নেতার ‘আনুগত্য’ স্বীকার করা। অনেক জিহাদী গোষ্ঠী এবং তাদের সঙ্গে সম্পৃক্তরা এই ‘আনুগত্যকেই’ নিজেদের মধ্যে সম্পর্কের ভিত্তি হিসেবে বিবেচনা করে।

একজন নেতার প্রতি আনুগত্য প্রদর্শন করাসহ এই ‘প্রতিশ্রুতি’ দুই পক্ষের মধ্যেই কিছু বাধ্যবাধকতা তৈরি করে। এমন ‘প্রতিশ্রুতির’ বরখেলাপ অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

তালেবান নেতা এবং তার উত্তরসূরীদের সম্মানসূচক ‘বিশ্বাসীদের নেতা’ উপাধি দেওয়ার মাধ্যমে তালেবানের কাছে সেই আনুগত্যের বন্ধনে আবদ্ধ হয়েছে আল-কায়েদা।

সর্বাধিক পঠিত