• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কাশ্মীর ইস্যু নিয়ে ইমরান খানের সঙ্গে বৈঠক সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরসহ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফর করেছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুলাহ বিন জায়েদ আল নাহিয়ান বুধবার এই সফর করেন।

একদিনের এই সফরে তারা কাশ্মীর পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আলোচনা করেন। 

 

সেই সঙ্গে দেশটির বেসামরিক ও সামরিক নেতাদের সঙ্গে আলোচনা করেন তারা।

এর একদিন আগে কাশ্মীর পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।