• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নতুন আইনে ইনজেকশন দিয়ে নপুংসক করা হবে ধর্ষককে

প্রকাশ:  ১৮ জুন ২০১৯, ০০:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সংসদ সম্প্রতি নতুন এই আইনটি পাস করেছে। এখন থেকে কম বয়সী শিশুর ধর্ষককে ইনজেকশন দিয়ে বা ওষুধের মাধ্যমে নপুংসক করে দেয়া হবে। যাতে সে আজীবনের জন্য যৌনক্ষমতা হারায়।

আইন প্রণেতারা বলছেন, শিশুদের ধর্ষণের হাত থেকে বাঁচাতেই এমন আইন করেছে তারা। বলা হচ্ছে, যে ইনজেকশনের কথা বলা হচ্ছে তা একবার দেয়া হলে ধর্ষক দ্বিতীয়বার কারো সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে না ৷

অপরাধী যদি কারাবন্দি থাকেন তবে তাকে তখন এই ইনজেকশন দেয়া হবে না। প্যারোলে ছাড়া পাওয়ার পর তার শরীরে ইনজেকশন পুশ করা হবে।শিশু ধর্ষক যদি ইনজেকশন নিতে রাজি না হয়, তাহলে আজীবন তাকে কারাগারে থাকতে হবে।ইত্তেফাক