• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

যুক্তরাজ্য সদরদফতর স্থানান্তর করবে সনি

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০১৯, ১২:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ব্রেক্সিট সংক্রান্ত শুল্ক বিষয়ের ঝামেলা এড়াতে সনি ব্রিটেন থেকে তাদের ইউরোপীয় সদরদফতর নেদারল্যান্ডে সরিয়ে নেবে। তবে তাদের বর্তমান যুক্তরাজ্য কোম্পানির কার্যক্রম অপরিবর্তিত থাকবে। বুধবার কোম্পানির এক মুখপাত্র এ কথা জানান। 

কোম্পানির মুখপাত্র তাকাশি লিদা এএফপিকে বলেন, আমরা মার্চের শেষ নাগাদ আমাদের ইউরোপীয় সদরদফতর সরিয়ে নেদারল্যান্ডে নিচ্ছি।

তিনি জানান, সেখান থেকে সদরদফতর সরিয়ে নেয়ার লক্ষ্য হচ্ছে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর শুল্ক সংক্রান্ত প্রক্রিয়ার ঝামেলা এড়ানো।

জাপানের ইলেকট্রনিক জায়ান্ট কোম্পানি সনি গত বছরের শেষের দিকে নেদারল্যান্ডে একটি নতুন কোম্পানির নিবন্ধন করে। তারা এ নতুন কোম্পানিতে ব্রিটেনে থাকা তাদের বর্তমান ইউরোপীয় সদরদফতর একীভূত করার পরিকল্পনা করছে।

উল্লেখ্য, সনির প্রতিদ্বন্দ্বী প্যানাসনিক কোম্পানি ব্রিটেন থেকে তাদের ইউরোপীয় সদরদফতর নেদারল্যান্ডে সরিয়ে নিতে গত বছর পদক্ষেপ নেয়। ব্রেক্সিট সংক্রান্ত শুল্ক বিষয়ে সম্ভাব্য ঝামেলা এড়াতেই তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।
খবর এএফপি