• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি মারা গেছেন

প্রকাশ:  ১৭ আগস্ট ২০১৮, ০১:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি (৯৩) মারা গেছেন। বার্ধক্যজনিত নানা রোগে গত নয় সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাজপেয়ি। নয়াদিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটউটস অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মৃত্যুর আগপর্যন্ত  সঙ্কটাপন্ন অবস্থায় ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

গত ১১ জুন কিডনি সংক্রামণ, মূত্র ত্যাগে জটিলতা, শ্বাসকষ্ট জনিত কারণে এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাজপেয়ি। তিনি ডায়াবেটিকেও ভুগছিলেন। একটি কিডনিতে চলছিল তার শরীর। ২০০৯ সালে স্ট্রোক করে ডিমনেশিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন বাজপেয়ি।

বাজপেয়ী তিনবার ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রথমবার ১৯৯৬ সালের ১৬ মে থেকে ৩১ মে এবং এরপর ১৯৯৮ সালের মার্চ মাস থেকে ২০০৪ সালের মে মাসের মধ্যে পর পর দু’দফায় তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

সর্বাধিক পঠিত