যুক্তরাষ্ট্রে পর্যটকবাহী নৌকা ডুবিতে নিহত ১১
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি পর্যটকবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৯ জুলাই) ব্রেসন শহরের কাছে পর্যটকদের জনপ্রিয় স্থান টেবল রক লেকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় নৌকাটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিল।
স্থানীয় পুলিশ সদস্যরা নৌকা ডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা বলেন, ঝড়ের প্রভাবে নৌকাটি তার গতিপথ হারিয়ে ফেলে। পরে ঝড়ের গতি বৃদ্ধি পাওয়ায় নৌকাটি উল্টে যায়।
দুর্ঘটনার পর সাতজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জানান পুলিশ। এদের মধ্যে দু’জনের অবস্থা বেশ গুরুতর। আহতদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তারা।
স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে দুর্ঘটনার পর পরই তারা উদ্ধারকাজ শুরু করেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম।